শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এনভয়ের দুইশ কোটি টাকার বন্ড অনুমোদন

এনভয় টেক্সটাইলের ২০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। এটি অভিহিত মূল্যের নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমঅ্যাবল, আনসিকিউরড জিরো-কূপন বন্ড।

গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৪তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির লট প্রতি অভিহিত মূল্য ২০ লাখ টাকা। প্রতি লটে ১০টি বন্ড থাকবে। ব্যক্তি পর্যায়ে বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশন ২০ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ১ কোটি টাকা। বন্ডটির কুপন হার ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৮ শতাংশ।

বন্ডটি ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইলের পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় ও ঋণ পুন:অর্থায়ন করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও লিড অ্যারেঞ্জার কাজ করছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ২০২৩ সালে ইসলামী অর্থনীতির আকার হবে ৩.৮ ট্রিলিয়ন ডলার

সংবাদটি শেয়ার করুন