ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিলেন ফেড

বছরের শেষ বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। একই সঙ্গে শিগগিরই আর সুদহার বাড়ছে না বলেও ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, ফেড মনে করছে আগামী বছর মার্কিন অর্থনীতির অবস্থা অনুকূলে এবং বেকারত্বের হার রেকর্ড নিম্নে থাকবে। খবর রয়টার্স।

একটি অস্থির বছরে ফেডের শেষ বৈঠকের দিকে নজর ছিল সবার। কারণ বছরটা মার্কিন অর্থনীতির জন্য মোটেই সুখকর ছিল না, যার জন্য বহুলাংশে দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ। আর মার্কিন অর্থনীতিতে মন্দা ঠেকাতে চলতি বছর তিনবার সুদহার কমিয়েছে ফেড। তবে শেষ বৈঠকে আশাবাদী সুর শোনা গেছে ফেডের কণ্ঠে। ফেড বলছে, তারা সুনিশ্চিত এখন পর্যন্ত তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো কাজ করছে।

সর্বশেষ নীতি বিবৃতি ও নতুন ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতি ও ঝুঁকি সত্ত্বেও আমরা ইতিবাচক যে আগামী বছর মার্কিন অর্থনীতির অবস্থা ভালো থাকবে।

তিনি বলেন, অর্থনীতিকে সহযোগিতা করতে চলতি বছর বিভিন্ন সময় আমরা মুদ্রানীতি সমন্বয় করেছি। এমন পদক্ষেপ অর্থনীতিকে বেশ সহায়তা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে।

ফেডের সর্বশেষ সিদ্ধান্তের ফলে বেঞ্চমার্ক সুদহার ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৭৫ শতাংশের মধ্যেই থাকল। তবে বছরের শুরুতে যে সুদহার ছিল, তার তুলনায় এটি ১ শতাংশীয় পয়েন্টের তিন-চতুর্থাংশ কম।

ফেড মনে করছে, বর্তমানে যে নিম্ন সুদহার রয়েছে, তা কর্মসংস্থান সৃষ্টি ও মজুরি বাড়াতে সাহায্য করবে। সুদ অপরিবর্তিত রাখার পক্ষে দেয়া বিবৃতিতে ফেড কমিটি ইঙ্গিত দিয়েছে, একটি অনির্দিষ্ট সময় পর্যন্ত মুদ্রানীতিতে কোনো পরিবর্তন আনতে যাচ্ছেন না তারা। তবে তারা অর্থনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখবেন।

বিবৃতিতে বলা হচ্ছে, সঠিক সুদহার ঠিক করতে কমিটি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতিসহ অর্থনীতির বিভিন্ন নির্দেশকের দিকে নজর রাখবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন