গুগলের রাশিয়া শাখার সব ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে রুশ সরকার। তাই দেশটিতে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চায় শাখাটি। ইতোমধ্যে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করার পরিকল্পনা করছে তারা। এ ব্যাপারে একটি নোটিসও দিয়েছে গুগলের রাশিয়া শাখা। তারা জানায়, রুশ সরকারের সিদ্ধান্তের কারণে কর্মীদের বেতনও দিতে পারছে না গুগল।
কিন্তু রাশিয়ায় গুগল সার্চ, ইউটিউবসহ বিনামূল্যের পরিষেবাগুলো বন্ধ হবে না বলে গুগলের এক মুখপাত্র বুধবার জানান।
রয়টার্সকে গুগলের ওই মুখপাত্র জানান, সরকার আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। ফলে এ দেশে কাজ চালানোর মতো পরিস্থিতি নেই। কর্মীরা বেতন পাচ্ছেন না। চরম এক সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে সংস্থা।
আনন্দবাজার/টি এস পি