ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জানান, আগামী ২৩ মে থেকে অপরিশোধিত পামঅয়েল (সিপিও) রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় বাজারে গত এপ্রিল মাসে পাম ওয়েল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া (১ ডলার ৩৫ সেন্ট) ছাড়িয়ে যায়। দাম কমিয়ে আনতে ২৮ এপ্রিল থেকে পণ্যটির রফতানি বন্ধ করে দেয় ইন্দোনেশিয়া। লিটার প্রতি ১৪ হাজার রুপিয়া (৯৬ সেন্ট) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রেসিডেন্ট জোকো উইডোডো জানিয়েছেন, এখনো সেই লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও পাম ওয়েল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞার পর গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন