ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সংকটে প্রবাসী কল্যাণ ব্যাংক

সরকার প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ২০১০ সালে প্রতিষ্ঠা করে প্রবাসী কল্যাণ ব্যাংক । কিন্তু তহবিল সংকটের কারণে সঠিকভাবে কার্যক্রম চালাতে পারছেনা না বলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাহ্তাব জাবিন অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়টি জানিয়েছেন ।

আর তাই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি ফান্ড এই ব্যাংকে আমানত রাখার সুপারিশ করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম একটি চিঠিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাহ্তাব জাবিনকে এ বিষয়টি জানান। এতথ্য জানা গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র থেকে ।

প্রবাসী কল্যাণ ব্যাংকের তহবিল সংকটের বিষয়ে ব্যাংকটির এমডির উদ্দেশ্যে মো. আসাদুল ইসলাম ওই চিঠিতে বলেছেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি ফান্ড যথা এডিপির আওতায় সরকার থেকে প্রাপ্ত বিভিন্ন তহবিল এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার মোট নিজস্ব তহবিলের অর্থ প্রবাসীয় কল্যাণ ব্যাংকে আমানত হিসেবে রাখার বিষয়ে উদ্যোগ নিতে হবে।’

ব্যাংকের এমডিকে এ বিষয়ে প্রবসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পত্র পাঠিয়ে এর অনুলিপি অর্থিক প্রতিষ্ঠান বিভাগেও পাঠাতে বলা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন