ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো কর্মস্থলের তালিকা থেকে ছিটকে যাচ্ছে ফেসবুক

ক্রমাগত ভালো কর্মস্থলের তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইট গ্লাসডোরের সেরা কর্মস্থলের তালিকায় অধঃপতন হয়েছে ফেসবুকের। এবার টানা দ্বিতীয় বারের মত সেরা কর্মস্থলের তালিকায় পেছনে পড়ে ১৬ থেকে ২৩ নম্বরে চলে গেছে প্রতিষ্ঠানটি।

গত কয়েক বছরে অসংখ্যবার জরিমানা গুনতে হয়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটিকে। এছাড়া তাদের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। তবে সব ছাপিয়ে কর্মীদের ফেসবুক ছেড়ে দেয়ার বিষয়টি এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের জন্য।

গ্লাসডোরের করা তালিকায় প্রথম তিনটি জায়গা দখল করেছে যথাক্রমে হাবস্পট, বেইন অ্যান্ড কো এবং ডকুসাইন। জরিপে ৫ এর মধ্যে সর্বোচ্চ নম্বর দিয়েছে প্রথম তিনটি প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মীরাই। যেখানে ফেসবুকের কর্মীরা গড়ে ৪ দশমিক ৪ নম্বর দিয়েছে।

এদিকে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেও তালিকায় থাকা কিছু প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে আছে ফেসবুক।যদিও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকে ভালো কর্মস্থল হিসেবে ফেসবুকের আস্থা কমতে থাকে বলে জানিয়েছে গ্লাসডোর। বর্তমানে কলেজ গ্র্যাজুয়েট ও সফটওয়্যার প্রকৌশলীদের নিয়োগ দিতে রীতিমত হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।

কর্ম ও জীবনের ভারসাম্য, জ্যেষ্ঠ কর্মী ব্যবস্থাপনা, বেতন ও সুবিধার মতো বিষয়গুলো সহ মূলত আটটি বিষয়ের ওপর ভিত্তি করে তালিকাটি করে গ্লাসডোর। তালিকায় থাকতে হলে যেকোন প্রতিষ্ঠানের কমপক্ষে এক হাজার কর্মী ও সব বিভাগে কমপক্ষে ৭৫ রেটিং পেতে হয়।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন