ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতের গম রপ্তানি বন্ধে বাংলাদেশে প্রভাব পড়বে না’

সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধের প্রজ্ঞাপন দেয়নি, দিলেও এতে বাংলাদেশের উপর তেমন কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রবিবার বিকেলে সিলেট সদর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, গত এক বছর আমরা চাল আমদানি করিনি, আমাদের উৎপাদিত চালেই খাদ্য চাহিদা পূরণ করা হয়েছে। গম আমাদের দেশে উৎপাদিত হয় না। তাই গম আমদানি করবো।

সরকার কৃষকদের নানা ধরনের প্রণোদনা দিয়ে পাশে আছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ধানের ক্রয়মূল্য বাড়ালে চালের দাম বাড়বে। ধানের ক্রয়মূল্য এবার ২৭ টাকাই থাকবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন