ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

মারা গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। আজ শুক্রবার ৭৩ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডব্লিউএএম।

এক টুইট বার্তায় সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্টের কার্যালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি তিনদিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সংবিধান অনুযায়ী আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, নির্বাচন না আয়োজন করা পর্যন্ত তিনিই এই পদে থাকবেন।

শেখ খলিফা বিন জায়েদ নির্বাচিত হয়েছিলেন তার বাবা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি হিসেবে। তিনি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। আমিরাতের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পান ২০০৪ সালে। ২০১৪ সালে স্ট্রোক করার পর তাকে জনসমক্ষে খুবই কম দেখা গেছে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যুতে দেশটিতে শোক নেমে এসেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন