অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের প্রথম স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছে গুগল। গুগলের নিজস্ব ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে চলবে ‘গুগল পিক্সেল ওয়াচ’। এছাড়াও ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে।
কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথেই ব্যবহার করা যাবে গুগলের স্মার্টওয়াচ। ডিভাইসগুলোতে ৪জি সংযোগ সুবিধা আছে। অর্থাৎ ফোন হাতের কাছে না থাকলেও স্বাধীনভাবে কাজ করতে পারবে ডিভাইটি। কিন্তু একই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে স্মার্টওয়াচ ও অ্যান্ড্রয়েড ফোনটির।
গুগল ডেভেলপারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলনে নতুন ডিভাইসটি দেখিয়েছে। প্রতিষ্ঠানটি এখনও এর দাম জানায়নি। কিন্তু ডিভাইসটি ‘প্রিমিয়াম পণ্য’ হবে বলেই জানিয়েছে গুগল।
বিবিস জানায়, পিক্সেল ওয়াচ দিয়ে সরাসরি অ্যাপল এবং স্যামসাংয়ের বিপরীতে অবস্থান নিচ্ছে গুগল। স্মার্টওয়াচ বাজারের একটা বড় অংশ দখল করে রেখেছে এই দুইটি প্রতিষ্ঠান।
বাজারের অন্যান্য নির্মাতাদের তৈরি বেশ কিছু স্মার্টওয়াচে গুগলের ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হলেও, গুগলের এটি ব্যবহার উপযোগী নিজস্ব কোনো ডিভাইস ছিল না।
এ ব্যাপারে গুগলের ডিভাইস এবং সেবাবিষয়ক জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট রিক ওস্টারলোহ বলেন, গুগলের নিজস্ব ইকোসিস্টেম এবং ফিটবিটের দক্ষতার সমন্বয় পণ্যটিকে অসাধারণ করে তুলছে।
আনন্দবাজার/টি এস পি


