ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির রাজনৈতিক দল ইউএনপির নেতা রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

এক প্রতিবেদনে এই তথ্য জানায়, শ্রীলংকান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত সোমবার শ্রীলংকার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে। তিনিই আজ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সন্ধ্যায় রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেছেন বিক্রমাসিংহে। সোমবার মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, শপথ নেয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন ও এরপরই দায়িত্বগ্রহণ করবেন তিনি।

আনন্দবাজার/টি এস ‍পি

সংবাদটি শেয়ার করুন