ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে রাজাপাকসের পদত্যাগ

অবশেষে রাজাপাকসের পদত্যাগ
  • শ্রীলঙ্কায় কারফিউ, বিক্ষোভে এমপি নিহত

অর্থনৈতিক ধস আর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। গতকাল সোমবার তার মুখপাত্র রোহান ওয়েলিউইটা এ তথ্য জানান। মাহিন্দার সমর্থক ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কিছু সময় পর এই পদত্যাগের কথা জানা যায়। ওই সংঘর্ষে ৭৮ জন আহত হন। এতে ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার লাশ উদ্ধার করা হয়েছে। এরপরই দেশ জুড়ে কারফিউ জারি করেছে পুলিশ।

রাজাপাকসে তার পদত্যাগপত্র ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে জমা দেন। মুখপাত্র রোহান বলেন, ‘নতুন জোট সরকার’ গঠনের পথ তৈরি করতে তিনি (মাহিন্দা) পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দেশটির ক্ষমতাধর রাজাপক্ষে পরিবারকে দায়ী করা হচ্ছে। প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। নজিরবিহীন ওই সংকটের মধ্যে আজকের এ সংঘর্ষের পর কারফিউ জারি করে পুলিশ।

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের সূত্র জানায়, কলম্বোর কেন্দ্রস্থলে সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে কলম্বো ন্যাশনাল হাসপাতালের মুখপাত্র পুস্পা সোয়সা এএফপিকে বলেন, এরই মধ্যে আহত হয়ে হাসপাতালে এসেছেন ৭৮ জন। অমরাকীর্থি আথুকোরালা নামের এক এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তার গাড়ির পথরোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের একপর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তার লাশ পাওয়া যায়।

১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন সংকটের মুখে আগে কখনো পড়েনি শ্রীলঙ্কা। জনগণ এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে। ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক কম। এ জন্য জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি। ফলে বাধ্য হয়ে অনেক পণ্যের আমদানি বন্ধ করতে হয়েছে দেশটিকে। গত মাসে দেশটি জানিয়েছিল, তারা ৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার বিদেশি ঋণখেলাপি।

৯ এপ্রিল থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ের বাইরে বিরোধীরা শিবির করে থাকছিলেন। তাদের ওপর রাজাপাকেসের অনুগত ‘সশস্ত্র বাহিনী’ লাঠি নিয়ে চড়াও হয়। যেসব সরকার-সমর্থক পুলিশের নির্ধারিত সীমা অতিক্রম করে সরকারবিরোধী বিক্ষোভকারীদের তাঁবু এবং অন্যান্য কাঠামো ভেঙে দিয়েছেন, তাদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুঁড়েছে। তখন মাহিন্দা সাধারণ জনগণকে সংযত আচরণ করতে অনুরোধ জানিয়ে বলেন, মনে রাখতে হবে, সহিংসতা কেবল সহিংসতার জন্ম দেয়। তিনি টুইট করেন, অর্থনৈতিক এ সংকটের সমাধান অর্থনৈতিকভাবে করতে হবে। আর এটি করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ তখনই কলম্বোতে কারফিউ জারি করলেও পরে দেশজুড়ে তা জারি করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ প্রেসিডেন্টের ব্যক্তিমালিকানাধীন বাসভবনে কয়েক হাজার ব্যক্তি হামলা চালানোর চেষ্টা করেন। এর পর থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে আর জনসমক্ষে দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন