ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পোস্ট পিন করার সুযোগ আনছে ইনস্টাগ্রাম

প্রফাইলে সবচেয়ে পছন্দের পোস্ট পিন করে রাখার সুযোগ আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। পিন পোস্টের ফিচার নিয়ে ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফটো শেয়ারিং অ্যাপটি। ফিচারটি উন্মুক্ত করা হয়েছে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য। ইনস্টাগ্রামে পোস্টের ওপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করলে তারা ‘পিন টু ইওর প্রফাইল’ নামের একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করলেই ওই পোস্ট পিন করা যাবে।

ইনস্টাগ্রামে একসাথে তিনটি পোস্ট পিন করে রাখার সুযোগ থাকবে। দেখা যাবে পোস্টগুলোর ওপরে পিনের আইকন। কোনো পোস্ট পিন করে রাখলে সেটি প্রফাইলের শুরুতেই দেখা যায়। পিন পোস্ট ফিচারটি টুইটারে, টিকটকে এবং ফেসবুকে আছে। কনটেন্ট নির্মাতাদের এই ফিচারটি সবচেয়ে বেশি কাজে লাগে।

এছাড়া পণ্যের প্রচারণামূলক পোস্টের জন্য তারা এই ফিচার ব্যবহার করে থাকে। মেটার মুখপাত্র জানান, পিন পোস্টসহ আরও কয়েকটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু ফিচারটি কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানাননি তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন