ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দর কমলেও বাড়লো লেনদেন

দর কমলেও বাড়লো লেনদেন

ডিএসইতে বেড়ে ৯৩২ কোটিতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে সাড়ে ৯শ কোটি টাকার ঘরে চলে এসেছে। এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। বেড়েছে প্রধান সূচক ডিএসইএক্স। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমে ১৫ কোটি টাকার ঘরে অবস্থা করেছে। এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে সব ধরনের সূচক।

পুঁজিবাজারে (ডিএসই ও সিএসই) এদিন ৪২ দশমিক ২৯ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়। এর মধ্যে ডিএসইর ৪৪ দশমিক ৮৮ শতাংশ এবং সিএসইর ৩৯ দশমিক ৭১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়। এদিন পুঁজিবাজারে ৪২ দশমিক ৭১ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়। এর মধ্যে ডিএসইর ৪১ দশমিক ৪৬ শতাংশ এবং সিএসইর ৪৩ দশমিক ৯৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়। কোম্পানিগুলোর শেয়ার দর এই ধরনের বাড়া-কমা স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

এদিন ব্যাংক, বস্ত্র, সিরামিক, খাদ্য আনুষঙ্গিক, আইটি, পাট, বিবিধ এবং ভ্রমন অবসর খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।  এদিন টেলিকম খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন বিমা, ইঞ্জিনিয়ারিং, জ্বালালী শক্তি এবং সিরামিক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন নন ব্যাংকিং আর্থিক, ফান্ড, পেপার, ওযুধ রসায়ন, চামড়া এবং সেবা আবাসন খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে উত্থান পতন ছিলো ছন্দ। এর ধরনের শেয়ারের দর বৃদ্ধি-হ্রাসকে স্বাভাবিক ভাবেই নিয়েছেন বিনিয়োগকারীরা।

ডিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৫৮টির এবং পরিবর্তন হয়নি ৫২টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৪৬৬ দশমিক ১৬ পয়েন্টে এবং  ১ হাজার ৪৫৩ দশমিক ৪৩ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে  ১৫ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির এবং পরিবর্তন হয়নি ৪৬টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১২ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২০ দশমিক ৫১ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৯ দশমিক ৯১ পয়েন্টে, ১৪ হাজার ১৬৫ দশমিক ১৮ পয়েন্টে, ১১ হাজার ৭৬৮ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১ হাজার ২৩১ দশমিক ২৫ পয়েন্টে।

সংবাদটি শেয়ার করুন