ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুটা স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার পেঁয়াজের বাজারে

কুষ্টিয়া জেলার বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দর। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে নতুন পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না হাওয়ায় গত মৌসুমের তুলনায় দাম এখনও বেশি।

বুধবার (১১ ডিসেম্বর) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি নতুন পেঁয়াজ সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবে পুরনো পেঁয়াজ তেমন দেখা যায়নি। নতুন পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে। যা আগের সপ্তাহের চেয়ে কেজি প্রতি ৬০-৭০ টাকা কম।

পেঁয়াজ বিক্রেতা সেন্টু আলী জানান, বাজারে নতুন পেঁয়াজের পর্যাপ্ত আমদানি থাকায় দাম কমেছে। মঙ্গলবার খুচরা বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। মোকামেও পেঁয়াজের দাম আজ তুলনামূলক ভাবে কম ছিল।

বিক্রেতা ভিকু সরদার বলেন, গত সপ্তাহের চেয়ে নতুন পেঁয়াজের দাম কেজিতে ৬০-৭০ টাকা কমে গেছে। তবে পুরোপুরি দাম কমতে আরও কিছুটা সময় লাগবে।

পেঁয়াজ ক্রেতা মহিরুল ইসলাম বলেন, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আজ নতুন পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজিতে দরে। তবে পেঁয়াজের দাম এখনও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে।

আরেক ক্রেতা ইদ্রিস আলী জানান, গত বছর এই সময় যে দামে পেঁয়াজ কিনেছি তার চেয়ে কয়েকগুণ বেশি দামে  এখন পেঁয়াজ কিনতে হচ্ছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজারে নজর রাখা দরকার।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন