ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলন মাস্কের টুইটারে যেসব পরিবর্তন আসছে

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদ মাস্কের দেওয়া ৪৪ বিলিয়ন ডলার অথবা ৪ হাজার ৪০০ কোটি ডলারের প্রস্তাবে সম্মত হয়েছে। গত দুই সপ্তাহ আগে টুইটার কেনার প্রস্তাব দেওয়ার আগে মাস্ক জানিয়েছিলেন, টুইটারের যে অসাধারণ সম্ভাবনা আছে তিনি তার পূর্ণাঙ্গ রূপ দেখতে চান।

আর তাই তিনি মনে করেন, টুইটার তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত। এবার তার সেই ভাবনাই বাস্তবে রূপ পেয়েছে।

টুইটার বোর্ডের পক্ষে ব্রেট টেলর জানিয়েছেন, দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করা হয়েছে। আর্থিক মূল্য এবং নিশ্চয়তা- উভয় দিক পর্যবেক্ষণ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে, মাস্কের প্রস্তাব ঠিকঠাক। তারা বিস্বাস করেন, এটাই টুইটারের প্রত্যেক শেয়ারহোল্ডারের জন্য সবচেয়ে ভালো। টুইটারের সিইও পরাগ আগারওয়াল জানান, টুইটারের নির্দিষ্ট উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা রয়েছে, যা সারা বিশ্বকে প্রভাবিত করে। আমাদের পুরো দলের জন্য আমি ভীষণ গর্ব অনুভব করছি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন