ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮২২তম সভায় বন্ডটির এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্ডটির ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।” বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংকের নন-কনভাটেবল, আনসিকিউরড ফুল্লি প্রিপেইড, ফুল্লি-রিডেমাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটি ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স।

সংবাদটি শেয়ার করুন