ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে সার-বীজ পেলেন ২ হাজার কৃষক

বিনামূল্যে সার-বীজ পেলেন ২ হাজার কৃষক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় উপজলা মিনি কনফারেন্সে রুমে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম, রাকিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি উফসি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি পটাশ সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, চলতি বছর চলতি মৌসুমে নাচোল উপজেলায় ২ হাজার কৃষককে এ প্রণোদোনা প্রদান করা হবে

সংবাদটি শেয়ার করুন