নওগাঁর মহাদেবপুরে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত সোমবার থেকে উপজেলা সদরের মুদির দোকান গুলোতে বোতলজাত সয়াবিন মিলছে না বলে অভিযোগ করেন ক্রেতারা।
দুই একটি দোকানে পাওয়া গেলেও ক্রেতাদের গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা যায়, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। এসব দোকানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। কয়েকজন ব্যবসায়ী জানান, দেশের বোতলজাত তেলের বড় বড় কোম্পানি গুলো তেলের সাথে তাদের উৎপাদিত আটা, ময়দা, সুজির প্যাকেজ করে বিক্রি করছে। তেলের সাথে এসব পণ্য না নিলে শুধুমাত্র বোতলজাত তেল পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে না। এতে বোতল জাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি হচ্ছে।
কয়েকজন ভোক্তা অভিযোগ করেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি হলেও দেখার কেউ নেই। প্রশাসনের এ উদাসিনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্য আদায় করছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সারা বাংলাদেশেই এখন সয়াবিন তেলের সংকট আছে তার পরেও কেউ যদি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বেশি পরিমাণ তেল মজুদ করে রাখে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।