পুত্র সন্তানের বাবা হয়ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হচ্ছেন সেই সুখবর জানিয়েছেন সিয়াম।
২০১৮ সালের ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসে শাম্মা রুশাফি অবন্তী এবং নায়ক সিয়াম আহমেদ জুটি।
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত সিনেমা ‘শান’।
আনন্দবাজার/টি এস পি

