ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার খেজুরের নামে সিগারেট!

এবার খেজুরের নামে সিগারেট!

সাত কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

কঠোর শাস্তির আওতায় আসছেন জড়িতরা

চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর আমদানি ঘোষণায় ২৭৭২ কার্টন ভর্তি ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট আমদানির জালিয়াতি উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস। সূচনা ইন্টারন্যাশনাল নামে চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. শরফুদ্দীন মিঞা।

চট্টগ্রাম কাস্টমস সূত্রমতে, সূচনা ইন্টারন্যাশনালের মালিক জাহাঙ্গীর আলম সংযুক্ত আরব আমিরাত থেকে ৪০ ফুট কনটেইনারে করে খেজুর আমদানি করেন। গত বছরের ২৭ ডিসেম্বর চালানটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর হতে জাহাজীকরণ করা হয়। তিনদিন পর ৩০ ডিসেম্বর চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। দীর্ঘদিন সময় পার হলেও আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল না করায় পণ্যচালানটি কিপডাউন করার জন্য ইস্পাহানী সামিট এলায়েন্স টার্মিনালকে চিঠি দেয়া হয়।

গত রবিবার পণ্যচালানটির কনটেইনার খুলে পরীক্ষা চালায় কাস্টমসের এআইআর টিম। ওই কনটেইনারে মোট ২৭৭২ কার্টন পণ্য ছিল। এরমধ্যে ১৯শ ৮৩টি কার্টনের ভেতর কৌশলে প্যাকেটের উপরিভাগে খেজুর এবং নিম্নভাগে মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। ১৯শ ৮৩টি কার্টনে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিঞা বলেন, পণ্যচালানটি আমদানির লক্ষ্যে আমদানিকারক গ্লোবাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা হতে এলসি ইস্যু করে। গত বছরের ৩০ ডিসেম্বর পণ্যগুলো আমদানি করা হয়। দীর্ঘ সময় পার হবার পরও আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল না করায় আমরা চালানটি শতভাগ কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নিই।

শরফুদ্দীন মিঞা জানান, কনটেইনারের ভেতর ২ হাজার ৭৭২ কার্টন ছিল। এরমধ্যে ৭৮৯ কার্টনে আমরা খেঁজুর পেয়েছি। বাকিগুলোতে উপরিভাগে খেঁজুর ও নিম্নভাগে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছি। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৯ লাখ টাকা। এ জালিয়াতির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের কাস্টমস আইন, ১৯৬৯ মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন