বিশুদ্ধ পানির সংকট
এবারের পানি দিসবের আলোচনায় পানি সংকটের নানা দিকের মধ্যে উঠে এসেছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালী মহল অনুমোদন ছাড়াই ইচ্ছেমতো গভীর নলকূপ বসাচ্ছেন। বিষয়টির সত্যতা স্বীকার করে নেন ঢাকা ওয়াসার এমডিও। আলোচনায় অংশ নিয়ে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং-এর নির্বাহী পরিচালক আবু সালেহ খাঁন বলেন, পানি ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রতিষ্ঠান একই কাজ করছে। তাই ডুপ্লিকেশন হচ্ছে। তাছাড়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকায় ক্ষমতাবানরা ডিপ মেশিন স্থাপন করে ফেলছে।
আসন্ন সংকট নিয়ে একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, পানি সংকট লেগে গেলে কোনো অর্থনীতিই পরিচালনা করা যাবে না। আমরা একদম শেষ স্তরে চলে এসেছি। এরপরই রেড অ্যালার্ট। সংকট সমাধানে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আলোচনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, সারফেস ওয়াটার ব্যবহার বিরাট চ্যালেঞ্জ। সে ক্ষেত্রে নিচ থেকে পানি তোলা সহজ, খরচও কম।
নদীর পানি প্রক্রিয়াকরণ নিয়ে ওয়াসা এমডি বলেন, শীতলক্ষ্যার পানি খুবই অযোগ্য। তাই পদ্মা-মেঘনা থেকে পানি আনতে হচ্ছে। এতে ব্যয়ও বাড়ছে। ঢাকা ওয়াসার পরিকল্পনায় ৭০ শতাংশ সারফেস ওয়াটার ব্যবহারের চিন্তা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি। তবে চিটাগাং ওয়াসা ৯০ শতাংশ সারফেস ওয়াটার ব্যবহার করে বলে জানান ওয়াসা এমডি।