ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফলের বাজারে দাপুটে ‘ভারতীয় সুন্দরী’

ফলের বাজারে দাপুটে ‘ভারতীয় সুন্দরী’

নীলফামারী ও সৈয়দপুরের বাজারে লাল টুকটুকে ভারতীয় সুন্দরীর আগমনে সকলের দৃষ্টি এখন বাজারে। শহরের প্রতিটি ফলের দোকানে থরে থরে ঝুলিয়ে সাজানো হয়েছে ভারতীয় সুন্দরী নামের আম দিয়ে। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ৪শ’ টাকা। কিনছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা। অনেকে ছোট্ট ছেলে-মেয়েদের আবদার রাখতে কিনছেন। সেক্ষেত্রে দরাদরিতে ৩৫০ টাকায় কেজি দেওয়া হচ্ছে। পাইকারিরা এসব আম কিনছেন ২শ’ থেকে ২৫০ টাকা কেজিতে। 

বাণিজ্যিক শহর সৈয়দপুরের বিসমিল্লাহ ফল ভান্ডারের আড়তদার বাদশা বলেন, ক্রেতার চাহিদার কারণে এসব আম এনে হিমাগারে রেখে পরবর্তীতে বিক্রি করছি। আরেক বিক্রেতা শরাফত আলী বলেন, ভারতীয় সুন্দরী আম দেখতে ভালো। স্বাদও ভালো। তবে দাম একটু বেশি হওয়ার কারণ, দু’একদিনের মধ্যে এই লাল টুকটুকে আমটি বিক্রি না হলে চুপসে যায়। তখন পুরোটাই ক্ষতি হয়।

নীলফামারী শহরের ফল বিক্রয়তা হাসান বলেন, সুন্দরী আমের মূল্য বেশী হওয়ায় আমরা সৈয়দপুর থেকে সামান্য কিছু আম এনে দোকানে সাজিঁয়ে রেখেছি। 

সংবাদটি শেয়ার করুন