ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটি-বোনাসের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ঈদের ছুটি-বোনাসের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
  • গাড়ি ভাঙচুর, আহত ১০

আশুলিয়ায় ঈদের ছুটি ও বোনাসের দাবিতে একটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা আট দশটি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্য করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্কাই লাইন গ্রুপ কারখানার শ্রমিকরা এ ঘটনা ঘটে।

কারখানার একাধিক শ্রমিকরা বলেন, মালিকপক্ষ তাদের বেসিক বেতনের অর্ধেক বোনাস দিয়ে থাকেন। গতকাল রবিবার কারখানায় প্রবেশের পর তারা বেসিক বেতনের ফুল বোনাস দাবি করেন। এছাড়াও ঈদে ১০ দিনের ছুটি দাবি করেন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনের অর্ধেক বোনাস ও ৬ দিন ছুটি দিতে চায়। পরে তারা ১০ দিন ছুটি ও ফুল বোনাস দেওয়ার দাবি জানালে মালিকপক্ষের কোন সাড়া না পেয়ে তারা কারখানার বাইরে গিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তারা কারখানার সামনে থাকা স্কাই লাইন গ্রুপের প্রায় ১০টি যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিতে ব্যার্থ হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্য ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কারখানার ১০ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা গাড়ি ভাঙচুর শুরু করলে লাঠিচার্য করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়। এছাড়াও কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ^াস ও রবিবারের জন্য কারখাানটি সাধারন ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন