ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ফিরেছে বাঘ

  • নীলফামারীতে আতঙ্ক

নীলফামারীতে আবারো বাঘ দেখা দেওয়ায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সকাল দশটার সময় নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দালালিপাড়ার একটি ভুট্টা ক্ষেতে বাঘ দেখতে পান সিরাজুল ইসলাম নামের জনৈক এক ব্যক্তি। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসতে আসতে বাঘটি আবার ভুট্টা ক্ষেতে লুকিয়ে পড়ে। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও বাঘটির সন্ধান বিকেল ৪টা পর্যন্ত পাওয়া যায়নি।

তবে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা বাঘটি শনাক্তের কাজ করছে।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, একটি বাঘ দেখা গেছে বলে আমাকে দালালি পাড়ার বাসিন্দারা জানিয়েছে। এলাকাবাসী আরো জানায় বাঘটি দালালি পাড়া ছেড়ে খালুআর ব্রিজের দিকে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশাসন থেকেও আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছে।

উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নে একটি বয়লার মুরগির খামারে বৈদ্যুতিক তারে পেচিয়ে একটি বাঘের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকদিন এলাকায় বাঘ আতংক বিরাজ করছিল।

সংবাদটি শেয়ার করুন