ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: খাদ্যে মানবিক বিপর্যয় ডেকে আনবে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: খাদ্যে মানবিক বিপর্যয় ডেকে আনবে

দুই বছর ধরে করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম। এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি চলতে থাকে সেক্ষেত্রে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পুরো বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনবে। আর সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দরিদ্র মানুষ বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব ব্যাংক।

বিবিসির অর্থনীতি বিষয়ক সম্পাদক ফাইসাল ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কা জানিয়েছেন সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চে বিশ্বজুড়ে খাদ্যশস্য, ভোজ্য তেল, দুধ ও দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দাম বেড়েছে ১৩ শতাংশ, যা গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রধান কারণ অবশ্য দুই বছরের কোভিড মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়। মহামারির কারণে এই সংকট শুরু হয়েছিল, তাকে আরও বাড়িয়ে তুলেছে এই যুদ্ধ।

তিনি বলেন, যুদ্ধটি চলতে থাকলে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার দ্রুত ১৩ শতাংশ থেকে ৩৭ শতাংশে পৌঁছাবে। আর এতে সবচেয়ে বেশি ভুগবে দরিদ্র লোকজন, যাদের দৈনন্দিন খাদ্য জোগাড়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এবং খাদ্য কেনার পর হাতে প্রায় কোনো সঞ্চয় থাকে না।

খাদ্যপণ্যের মূল্যে উল্লম্ফণ ঘটলে দেশে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার সমূহ শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, একদিকে বিপুল সংখ্যক মানুষ পুষ্টিহীনতায় ভুগবে, অন্যদিকে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারার কারণে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে দরিদ্র ও মধ্যম আয়ের অনেক দেশের সরকার।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন