ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একটি মাছিও যেন পালাতে না পারে : পুতিন

অবশেষে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে মস্কো। কিন্তু ওই শহরের একটি ইস্পাত কারখানা এখনও দখলে নিতে পারেনি তারা। আজ রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

মারিউপোলকে ‘সফলভাবে মুক্ত’ করতে পারায় রুশ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। মারিউপোলে একটি ইস্পাত কারখানা আছে। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস না করে অবরুদ্ধ করে রাখে ও দখল করে নেয়।

পুতিন বলেছেন, শিল্পাঞ্চলটি অবরুদ্ধ করে ফেলুন, যাতে একটি মাছিও পালাতে না পারে।’ বিশাল ওই শিল্পাঞ্চলে হামলা চালানো ‘বাস্তবসম্মত হবে না’ বলেও মন্তব্য করেন পুতিন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ওই শিল্পাঞ্চলে দুই হাজারের বেশি ইউক্রেনীয় কর্মী রয়েছেন।

এর আগে কোনো শর্ত ছাড়াই মারিউপোলের বিষয়ে রাশিয়ার সাথে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিল ইউক্রেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন