ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রফতানি কমছে চীনের

নভেম্বর মাস সহ টানা চার মাস সংকোচনে রয়েছে চীনের রফতানি বাজার। বাজার চাঙ্গা হওয়ার উচ্চ প্রত্যাশা এবং চলমান চীন-মার্কিন বাণিজ্য বিতর্কের জেরে দেশটির ম্যানুফ্যাকচারাররা অব্যাহত চাপে থাকায় এমনটি হয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক দেশের চলমান দীর্ঘ ১৭ মাসের বাণিজ্যযুদ্ধ বাড়িয়েছে বৈশ্বিক মন্দার ঝুঁকি । অন্যদিকে চীনের শ্লথ হয়ে পড়া নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে বেইজিং বেশ কিছু প্রণোদনা ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের নভেম্বরে দেশটির বৈদেশিক চালান ১ দশমিক ১ শতাংশ কমেছে। অন্যদিকে অক্টোবরে তা কমেছিল দশমিক ৯ শতাংশ।

তবে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির পূর্বশর্ত হিসেবে ওয়াশিংটনকে নিজেদের পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার বা হ্রাস করতে হবে বলে বারবার দাবি জানিয়ে আসছে চীন। দেশটির এমন অবস্থান সত্ত্বেও বাণিজ্য আলোচনা সঠিক পথে এগোচ্ছে বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। অন্যথায় চুক্তি নিয়ে আগ্রহ দেখাতে মার্কিন কিছু সয়াবিন ও মাংস আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বেইজিং।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন