ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে পণ্য রফতানি স্বাভাবিক হয়েছে

বিএসএফের হয়রানির প্রতিবাদে ভারতের পেট্রাপোল বন্দরে ৬ ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বাংলাদেশী ট্রাকচালকরা গতকাল সকাল থেকে হয়রানি বন্ধের দাবিতে ভারতের এ পথে রফতানি বন্ধ করে দেন। পরে দুই দেশের কাস্টমস, বিজিবি, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর দুপুর থেকে রফতানি বাণিজ্য পুনরায় চালু হেয়েছে।

একজন বাংলাদেশী রফতানি পণ্যবাহী বলেন, কাগজপত্র ঠিক থাকার পড়েও প্রতিনিয়ত বিএসএফ সদস্যরা হয়রানি করেন। তারা প্রতিদিন কোনো না কোনো সমস্যা  তৈরি করেন। আর এর প্রতিবাদে রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, বিএসএফের বাধার কারণে পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাকচালকরা ধর্মঘট ডাকেন। এতে রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন