ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার তুনজি

২০১৯ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে টাইলার পেরি স্টুডিওতে স্থানীয় সময় গতকাল রবিবার রাতে তার মাথায় মুকুট তুলে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, এবারের মিস ইউনিভার্স জোজিবিন তুনজিকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।

এ বছর রানার্স আপ হয়েছেন পুয়ের্তো রিকোর ম্যাডিসন অ্যান্ডারসন। তৃতীয় হন মেক্সিকান সুন্দরী সোফিয়া আরাগন।

২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়।

মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে অংশ নেয় ৯০টি দেশ। সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ বৈশ্বিক এই আসরে এবার অভিষেক হয় বাংলাদেশের। নানা ধাপ পেরিয়ে জমজমাট এই আসরের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন।

তবে শীর্ষ ২০-এ স্থান করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। এরপর সেখান থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ জন প্রতিযোগীকে। আর সেরা তিনে জায়গা করে নেন তুনজি, ম্যাডিসন অ্যান্ডারসন ও সোফিয়া আরাগন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন