২০১৯-২০ কর বছরে যশোরে ২৪ কোটি ৩০ লাখ ১১ হাজার ৮৬২ টাকা আয়কর আদায় হয়েছে, যা গত ২০১৮-১৯ কর বছর থেকে ১১ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৫৫ টাকা বেশি।
খুলনা সিভিল ডিভিশনের অধীনে ১০ জেলায় ২২টি কর সার্কেলসহ মোট ২৮টি অফিসের মাধ্যমে কর অঞ্চলের কাজ পরিচালিত হয়। যশোর জেলায় তিনটি কর সার্কেল। যশোর সার্কেল-৮, খুলনা কর অঞ্চলের (যশোর) আওতায় যশোর সদর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা। যশোর সার্কেল-১১, খুলনা কর অঞ্চলের (নওয়াপাড়া) আওতায় অভয়নগর ও মনিরামপুর উপজেলা আর যশোর সার্কেল-১২, খুলনা কর অঞ্চলের (ঝিকরগাছা) আওতায় ঝিকরগাছা, শার্শা ও চৌগাছা উপজেলা।
খুলনা কর অঞ্চল, যশোর সার্কেল-৮-এর উপ কর-কমিশনার জিল্লুর রহমান জানান, ২০১৯-২০ কর বছরে তারা যশোর সদর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় ১৯ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৭৪ টাকা আয়কর আদায় করেছেন। গত ২০১৮-১৯ আদায় হয়েছিল ১০ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৬১০ টাকা। অর্থাৎ চলতি কর বছরে ৯ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৪৬৪ টাকা বেশি আদায় হয়েছে।
খুলনা কর অঞ্চল, যশোর সার্কেল-১১-এর সহকারী কর-কমিশনার মিলন কুমার মৌলিক জানান, অভয়নগর ও মনিরামপুর উপজেলায় ২০১৯-২০ কর বছরে এক কোটি ৭৪ লাখ চার হাজার ৭২১ টাকা আয়কর আদায় হয়েছে। গত ২০১৮-১৯ আদায় হয়েছিল এক কোটি ১৯ লাখ ৯ হাজার ৭৪৭ টাকা। গত বছর থেকে চলতি বছর ৫৪ লাখ ৯৪ হাজার ৯৭৪ টাকা বেশি কর আদায় হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস