ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ের ঘোষণা দিলেন অপু বিশ্বাস

দেশীয় শোবিজ পাড়ায় চলছে বিয়ের মৌসুম। কিছুদিন আগেই বিয়ে করেছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তারপর গত শুক্রবার কলকাতার পরিচালক সুজিত মুখার্জিকে বিয়ে করেছেন মিথিলা। আর এখন শোনা যাচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন।

দ্বিতীয়বারের মতো ঢালিউডের এই নায়িকা সংসার পাতবেন। এবার আবারো নতুন করে শুরু হয়েছে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন। তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে বিষয়টি খোলাশা করছেন তিনি।

অপু বিশ্বাস বললেন, হ্যা, বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ রয়েছে। বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। পরিবারের দোহাই দেব না, বলতে গেলে আমি নিজেও বিয়ের প্রয়োজন অনুভব করছি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন