ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনে গ্রাম কিনলে নাগরিকত্ব

স্পেনে বর্তমানে পরিত্যক্ত রয়েছে ছবির মতো সুন্দর ছোট ছোট ৩ হাজার ৫শ’ ৬২টি গ্রাম । আর প্রতিটি গ্রাম নিজ নিজ সৌন্দর্যে তুলনাহীন । জনমানুষহীন গ্রামগুলোতে বসবাসের অভাবে যেন সৌন্দর্যেও ভাটা পড়েছে।

জীবিকার তাগিদে বা বিশ্বায়নের প্রভাবে অনেকেই গ্রাম ছেড়ে  শুরু করেন শহরে যেতে। শহরে যাওয়ার সংখ্যা একের পর এক বাড়তে থাকায়। সেখানকার অধিবাসীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যান ।

শহুরে নাগরিক জীবনের নিত্য ব্যস্ততায় জন্মভূমির মায়া হালকা হতে থাকে অনেকেরই। একসময় গ্রামে যাওয়া ছেড়েই দেন তারা।আস্তে আস্তে গ্রামগুলো হতে থাকে জনশূন্য।

স্থানীয়রা সুন্দর ওই গ্রামগুলোকে জীবন দিতে উদ্যোগ নিয়েছেন , এমনকি সহায়তা করছেন সরকার নিজেও। পূর্বের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে বিক্রি হচ্ছে স্পেনের ওই গ্রামগুলো। স্পেনের গালিসিয়া, কাসতিলা লিও, অ্যারাগন ও আসতুরিয়াস অঞ্চলে অবস্থিত গ্রামগুলো।

এ গ্রামগুলো কিনতে পারবে যেকোনো দেশের নাগরিক। একই সাথে ক্রেতা পাবে স্পেনের নাগরিকত্বও। ইতিমধ্যে অনেকে অবকাশ জীবন কাটানোর জন্য, আবার অনেকে পর্যটন ব্যবসার জন্য কিনছে গ্রামের বাড়িগুলো। আগ্রহী ক্রেতাদের মধ্যে অধিকাংশই আরবের ও রুশ বিনিয়োগকারী।

পরিত্যক্ত গ্রামগুলোর বিক্রেতা প্রতিষ্ঠানের একটি আলদেয়াস অ্যাবানদোনাদাস। প্রতিষ্ঠানটি ২০১৮ সালে বিক্রি করেছে প্রায় ৪০টি গ্রাম। ক্রেতাদের ৯০ শতাংশই বিদেশি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন