ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে

গুগল ম্যাপে নিত্য নতুন সব ফিচার যুক্ত হচ্ছে। এবার চমকপ্রদ ও কার্যকরি একটি ফিচার যুক্ত হচ্ছে। ফিচারটি উন্মুক্ত হলে গুগল ম্যাপ থেকেই টোল প্লাজার খরচ সম্পর্কে জানতে পারবেন। এতে বাড়তি ঝামেলাও কমবে এবং গন্তব্যের খরচ সম্পর্কেও প্রাথমিক ধারণা নেওয়া যাবে।

নতুন এই ফিচার যুক্ত হওয়ার ফলে ম্যাপে গন্তব্যের শুরু ও শেষ জায়গার নাম লিখে সার্চ দিলে যাতায়াতের সব খরচ হিসাবে করে বলে দেবে গুগল। টোল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও আপনার স্ক্রিনে ভেসে উঠবে।

বর্তমানে টোল প্লাজাগুলোতে নগদ লেনদেন এড়াতে ফাসট্যাগ ব্যবহার করা হয়। এই কার্ডটি গাড়িতে লাগালে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে যায়। সেক্ষেত্রে সঙ্গে নগদ না থাকলেও সমস্যা হয় না। এবার গুগল ম্যাপই বলে দেবে আপনার গন্তব্যে পৌঁছতে কত খরচ হবে। তাই তা জেনে নিয়েই ঠিক করতে পারবেন, সেই রাস্তা দিয়েই যাবেন নাকি বিকল্প পথ ধরবেন।

এবার জেনে নিন কীভাবে গুগল ম্যাপ ওপেন করে জেনে নিতে পারবেন গন্তব্যে পৌঁছতে আনুমানিক খরচ কত-

গুগল ম্যাপের ডানদিকে উপরের তিনটি ডটে ক্লিক করুন। সেখান থেকে বেছে নিন রুট অপশনটি। যদি টোল এড়িয়ে যেতে চান তবে ‘avoid tolls’ অপশনটি বেছে নিতে পারেন। গুগলের তরফ থেকে জানানো হয়, ভারত, আমেরিকা, জাপান এবং ইন্দোনেশিয়ার মোট ২ হাজারটি টোল প্লাজার সঙ্গে যুক্ত হয়ে এই ফিচার চালু করা হবে। চলতি মাসেই অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন