রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে বাইডেন। এর মধ্যে অত্যাধুনিক ড্রোন এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাছিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে।
ব্লিঙ্কেন আরও জানায়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও ৩০টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মিত্রদের সাথে মিলে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় আরও সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি