ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে তৈরী করুন কাঁচা আমের শরবত

সারাদিন রোজা রেখে ইফতারে এক গ্লাস ঠান্ডা ফলের শরবত খেলে শরীর জুড়িয়ে যায়। তাই অনেকেই গরমের এ সময় ইফতারিতে নানা ধরনের ঠান্ডা শরবতের ব্যবস্থা রাখেন।

এখন বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। তাই চাইলেই কাঁচা আমের শরবত যোগ করতে পারেন ইফতারের তালিকায়। টক-মিষ্টি স্বাদের এই শরবত একদিকে যেমন শরীর ঠান্ডা করবে তেমনি শরীরে পুষ্টিও দেবে। তো চলুন জেনে নিই কিভাবে তৈরী করবেন কাঁচা আমের টক-মিষ্টি স্বাদের শরবত-

উপকরণ :

পাতলা স্লাইজ করে কাটা আম ১ কাপ, লবণ এক টেবিল চামচ, চিনি স্বাদমতো, লেবুর রস ১ চাচম (ইচ্ছে হলে), পুদিনা পাতা ৮-১০-টা, ধনে পাতা আধা চা চামচ এবং ঠান্ডা পানি প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালি :

প্রথমে টুকরা করা আমগুলো ব্লেন্ডার করে নিন। তারপর এতে পুদিনা পাতা ছাড়া অন্য উপকরণগুলো যোগ করুন। এবার গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন