ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুই কেজিতে ৪শ গ্রামই উধাও

দুই কেজিতে ৪শ গ্রামই উধাও

দুই কেজি গরুর মাংসে ৪০০ গ্রাম কম। এছাড়া খাসির মাংসও বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। গতকাল মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করতে গিয়ে এ রকম অসংখ্য অনিয়ম পায় ভোক্তা অধিকার অধিদপ্তর।

অভিযানে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার জন্য ৫ প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার-এর সহকারি পরিচালক আল আমিন।

অভিযানে ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা, নিচে ছোট মাছ দিয়ে ওপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিম বাজারে অবস্থি খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫০০ টাকা, ইকবাল মিট হাউসকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যদামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার, শাহ মোস্তফা রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন