ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রয়ের কুইজ বিজয়ী বৈশাখী

বিক্রয়ের কুইজ বিজয়ী বৈশাখী

বাংলার ইতিহাসবিদ’–

স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের ‘বাংলার ইতিহাসবিদ’ কুইজ কন্টেস্টের বিজয়ীর নাম ঘোষণা করেছে বিক্রয় ডট কম। প্রতিযোগীরা মুক্তিযুদ্ধ বিষয়ে ১০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন। ১২ দিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে সম্প্রতি ১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। গতকাল রবিবার বিক্রয় ডট কমে গণমাধ্যম সমন্বয়ক (পিআর) নওরীন চৌধুরী এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

ওই প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানায়, প্রতিযোগীরা বিক্রয় ব্লগে ভিজিট করে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত ১০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেইজ লিংকটি নিজেদের ফেসবুক টাইমলাইনে #বাংলারইতিহাসবিদ লিখে শেয়ার করেন। সবগুলো প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বৈশাখী আক্তার এবং পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে দারুণ কিছু বই।

পুরস্কার পাবার অনুভূতি ব্যক্ত করে বিজয়ী বৈশাখী আক্তার বলেন, কুইজে অংশ নিলেও ভাবতে পারিনি এতজন প্রতিযোগীর মধ্যে একমাত্র আমিই বিজয়ী হবো। পুরস্কারগুলো পেয়ে খুবই ভালো লাগছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে সুন্দর এই আয়োজন করায় বিক্রয় ডট কমকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

সংবাদটি শেয়ার করুন