ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পারটেক্স স্টারের সঙ্গে ডিএসইর বৈঠক

পারটেক্স স্টারের সঙ্গে ডিএসইর বৈঠক

পুঁজিবাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পারটেক্স স্টার গ্রুপের সাথে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল রবিবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার এবং উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজার। পুঁজিবাজারের মাধ্যমে দেশকে কিভাবে দ্রুত শিল্পায়িত করা যায়, আর এই শিল্পায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কিভাবে ভুমিকা রাখে তা তুলে ধরেন।

পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মুলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির ব্রাণ্ড ইমেজ গঠন তথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটি সুযোগ সৃস্টি হয়। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম সম্পর্কিত গাইডলাইন প্রদান করেন এই গ্রুপকে।

ডিএসইর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পারটেক্স স্টার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অগ্রগতি ও ব্যবসায়িক কার্যক্রম উপস্থাপন করেন। একই সাথে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোম্পানিসমূহ পুঁজিবাজারে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের নেতৃত্বে ছিলেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপাটম্যান্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, সিজিএফআরসি ডিপাটম্যান্টের মো. মাসুদ খান, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপাটম্যান্টের ম্যানেজার ইসরাত জাহান,পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্টের সিব্বির হোসেন, গ্রুপ সিএফও মোস্তফা কামাল আহমেদ, চিফ অব পান্টের তোফাজ্জল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন