জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সিনেমা নির্মাণ করেছেন তরুণ দুই চলচ্চিত্র নির্মাতা রোমান কবির ও জাহিদ মজুমদার। সিনেমার নাম ‘মধুমতির তীরে’।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হলো। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল অডিটোরিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শীর্ষক সেমিনার ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।
এ আয়োজনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আদনান কবির পরিচালিত চলচ্চিত্র ‘শেষ খাতার বায়ান্ন পৃষ্ঠা’ ও রাকিবুল ইসলাম পরিচালিত ‘একজন অশ্বত্থ’।
এর আগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিসিটিআই গভর্নিং বডির সভাপতি মোঃ মকবুল হোসেন পিএএ। বিসিটিআই এর প্রধান নির্বাহী মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অর্থায়নে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট মধুমতির তীরেসহ তিনটি সিনেমা প্রযোজনা করেছে।
জাতির জনকের কৈশোরের রাজনৈতিক জীবনের গোড়ার দিককার কিছু কাহিনী নিয়ে ‘মধুমতির তীরে’ সিনেমার প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে। ছবিটি ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’ থেকে অনুপ্রাণিত।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোমান কবির ও জাহিদ মজুমদার। তারা দুজনেই বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তারা যৌথভাবে এর আগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাদের নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- বাবুলের মেস স্বপ্ন রঙিন, বুড়িগঙ্গার মাঝি, নীরার কবিতা।
পরিচালক রোমান কবির বলেন, এ চলচ্চিত্রটিতে শেখ মুজিবের সাহসিকতা, নেতৃত্বদান, মানবিকতা, আদর্শ, পরোপকারিতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা ইত্যাদির মাধ্যমে মুজিবের প্রথমদিককার জীবনের অংশ তুলে ধরা হয়েছে। ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সিনেমার শুটিং করা হয়েছে।
ছবিটির পরিচালক জাহিদ মজুমদার জানান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী বইয়ের অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর শিশু ও কিশোরবেলার কিছু কাহিনীকে ঘিরে আবর্তিত ‘মধুমতির তীরে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যখন তিনি রাজনীতির দীক্ষা নিচ্ছিলেন। যেই সময়টায় রোপিত হচ্ছিল একজন রাজনীতিক শেখ মুজিবুর রহমানের বেড়ে উঠার বীজ।
ছবিটির উপদেষ্টা হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত। ‘মধুমতির তীরে’ সিনেমাটির মিডিয়া পার্টনার কালচারাল ইয়ার্ড। ছবিটির সার্বিক ব্যবস্থাপনায় জেফিল্মস। সহ ব্যবস্থাপনায় আরকে ক্রিয়েশনস।
আনন্দবাজার/টি এস পি