ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসেঞ্জারে আসছে নতুন চমক

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। নতুন এই ফিচারের মাধ্যমে অন্যকে টাকা পাঠাতে ও টাকা সংগ্রহ করতে ব্যবহারকারীদের বেশ সুবিধা হবে।

এ ব্যাপারে ফেসবুক এক ব্লগ পোস্টে জানায়,‌‌ আমরা খুবই আনন্দিত। কারণ মেসেঞ্জারে আমরা বিশেষ একটি শর্টকাট চালু করতে যাচ্ছি। নতুন এই কমান্ড সিস্টেমের মাধ্যমে আমরা সবাইকে নতুন এক অভিজ্ঞতা দিতে যাচ্ছি। একইসঙ্গে ব্যবহারকারীরা ওই ফিচার ব্যবহার করে বেশ আনন্দ পাবেন।

ফেসবুক আরও জানায়, নতুন ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে লাঞ্চ, ডিনার বা যেকোনো খরচের বিলের টাকা অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।

এই ফিচার খুব তাড়াতাড়ি চালু করা হবে। এর আগেই মেসেঞ্জারে চালু করা হয়েছে স্প্লিট পেমেন্ট ফিচার। এতে নির্দিষ্ট কোনো বিলের খরচ বিভিন্নজনের মধ্যে ভাগ করে নেওয়া যাবে।

জানা যায়, ফেসবুক দ্রুতই এই ফিচার উন্মুক্ত করতে চলেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন