কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে জ্বালানির তীব্র সংকটের কারণে। ইতোমধ্যে বন্ধ হতে চলেছে জলবিদ্যুৎ উৎপাদনও। ফলে দৈনিক দেশজুড়ে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা।
জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে বুধবার থেকেই এই ঘোষণা কার্যকর হতে যাচ্ছে।
বিদেশি মুদ্রার তীব্র ঘাটতির কারণে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারই শ্রীলঙ্কাকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যেতে হচ্ছে।
তাপ জেনারেটর চালাতে তেল না থাকায় চলতি মাসের শুরু থেকেই শ্রীলঙ্কায় প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছিল।
শ্রীলঙ্কার মোট চাহিদার ৪০ শতাংশের বেশিই আসে জলবিদ্যুৎ থেকে। তবে বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ জলাধারে পানি বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে কয়লা ও তেল আমদানি করতে হয়, কিন্তু তার বিল পরিশোধে পর্যাপ্ত বিদেশি মুদ্রা এখন শ্রীলঙ্কার কাছে নেই। তাই তেল ও কয়লা থেকেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে দেশটিতে।
এদিকে দেশটিতে জ্বালানি তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুইদিন শ্রীলঙ্কার কোথাও ডিজেল মিলবে না।
সর্বশেষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কেরোসিনের চালানের মূল্য ৪ কোটি ৪০ লাখ ডলার দিতে দেশটির সরকারের ১২ দিন লেগেছে।
আনন্দবাজার/টি এস পি