ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি প্রযুক্তি মেলা শুরু

কৃষি প্রযুক্তি মেলা শুরু

নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ প্রমুখ তার সঙ্গে ছিলেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

মেলায় স্বেচ্ছাশ্রমে ১৩ লাখ গাছ লাগানো এটিএন বাংলার নির্বাচিত সাদা মনের মানুষ গেছোমামা সামসুদ্দিন মন্ডলসহ ২০টি প্রতিষ্ঠানের দেয়া স্টলে নানান ধরনের গাছের চারা ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন