ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৮ হাজার হলে মুক্তি পেল ‘আরআরআর’

বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে সিনেমাটির মুক্তির দিন। কিন্তু প্রতীক্ষার প্রহর শেষ করে আজ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে। ইতোমধ্যে ছবিটি নিয়ে দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

ট্রেলার দিয়েই হইচই ফেলে দিয়েছিল ‘আরআরআর’। সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগান এবং গাঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটকে। এবং সিনেমাটি পরিচালনা করেছেন ‌‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি।

ধারণা করা হচ্ছে, ‘আরআরআর’ সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যবসা সফল হবে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে, হাইপ বিবেচনা করে ‘আরআরআর’ সারা বিশ্বে খুব বিস্তৃতভাবে রিলিজ হয়েছে। শুধু ভারতেই হিন্দি সংস্করণে এটি প্রায় ৩২০০ হলে মুক্তি পেয়েছে। দক্ষিণ ভারতের যে কোনো জায়গায় এটির স্ক্রিন ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে।

ভারতের বাইরে ছবিটি ১৭৫০টি হলে দেখা যাবে। সিনেমাটি সব মিলিয়ে বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে।

এছাড়া বিশ্বব্যাপী ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে আইএমএএক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘আরআরআর’ সিনেমাটি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন