ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহফুজুর রহমানের মৃত্যুতে এফডিসিতে শোকের ছায়া

মাহফুজুর রহমান খানের মরদেহ আসার পর এফডিসিতে নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকেল ৩টায় মাহফুজুর রহমান খানের মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। এসময় মাহফুজুর রহমানের সহকর্মীদের অশ্রুতে ভারী হয়ে উঠেছিল এফডিসির বাতাস।

শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে মাহফুজুর রহমান খানকে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত এই চিত্রগ্রাহক। মৃত্যুর পূর্বে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

মাহফুজুর রহমানকে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীন চলচ্চিত্রকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, অঞ্জনা, সুচন্দা, ববিতা, চম্পা, বাপ্পারাজ, সম্রাট সহ আরো অনেকে।

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালিক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান তাকে শেষ শ্রদ্ধা জ্ঞপন করেন।

আনন্দ অশ্রু, হাজার বছর ধরে, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অসংখ্য বিখ্যাত চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন মাহফুজুর রহমান। প্রখ্যাত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর হাত ধরে যাত্রা শুরু করছিলেন চিত্রগ্রাহক হিসেবে। তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে দর্প চূর্ণ ও স্বরলিপি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন