ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবহৃত চা পাতার পাঁচ ব্যবহার

চা তৈরি করার পর আমরা পাত্রে জমে থাকা চা পাতা ফেলে দেই। তবে অনেকেই এ চা কাজে লাগান গাছের সার হিসেবে। সেক্ষেত্রে সেই চা পাতা হতে হবে চিনি ছাড়া। তা না হলে গাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু সার ছাড়া আরও অনেক কাজে লাগে এ চা পাতা। চলুন জেনে নিই ব্যবহৃত চা পাতার ব্যবহার সম্পর্কে-

  • চায়ের পাতায় অ্যান্টি ওক্সিডেন্ট রয়েছে। শরীরে আঘাত বা জখম হলে সেখানে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিলে উপশম হবে।
  • সারাদিন কম্পিউটারের সামনে থাকতে হয়? সিদ্ধ চা পাতা ভাল করে ঠান্ডা করে নিন। এবার একটা পরিষ্কার কাপড়ে ব্যবহার হওয়া চা পাতা নিয়ে চোখে হালকা করে ঠান্ডা সেঁক দিন। এতে চোখের ক্লান্তি দূর হবে।
  • ব্রণের সমস্যায় ভুগছেন? ব্যবহার হওয়া চা কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে নিনি। এরপর সেই পানি তুলা ভিজিয়ে মুখ মুছে নিন। এটি সপ্তাহে অন্তত তিন দিন করুন। সমস্যা দূর হবে।
  • বাসা-বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার। ব্যবহার হওয়া চায়ের পাতাকে আবার সিদ্ধ করুন। যে লিকারটি তৈরি হবে, তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে বেশিদিন টিকবে ও চকচকে থাকবে।
  • জুতোয় দুর্গন্ধ হচ্ছে? গ্রিন টির পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পুরে জুতোর ভেতরে রাখুন। টানা ২৪ ঘণ্টা এভাবে রেখে দিলে জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে। ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হলেও একটি ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজে মধ্যে রেখে দিন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন