ঢাকা | রবিবার
১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন বাইডেন

জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন বাইডেন

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু জিনপিংয়ের কাছ থেকেই উল্টো ধমক খেতে হলো জো বাইডেনকে। চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায়, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৮ মার্চ) দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের হয়। এসময় প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে। তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছে দুই রাষ্ট্রপ্রধান।

কিন্তু চীনা গণমাধ্যম বলছে, জিনপিং উল্টো বাইডেনকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে। তা না হলে দুই দেশের সম্পর্কের অবনতি নিশ্চিত।

চীন তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। দ্বীপটিকে বলপ্রয়োগ করে হলেও ফের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চায় দেশটি। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র।

ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু লোক তাইওয়ানের স্বাধীনতাপন্থি শক্তিগুলোকে মিথ্যা বার্তা পাঠাচ্ছে। যা খুবই বিপজ্জনক। তাইওয়ান ইস্যুটি ঠিকভাবে সামলানো না হলে দুই দেশের সম্পর্কের ওপর বাজে প্রভাব পড়তে পারে। জিনপিং বলেছেন, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এই ইস্যুতে যথেষ্ট মনোযোগ দেবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন