ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঋণ পরিশোধের শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বেসরকারী খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিদেশি ঋণের কিস্তির তিন মাসের পরিবর্তে সুবিধামতো পাওনা পরিশোধ করতে পারবেন। এর আগে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ বাধ্যতামূলক ছিল।

বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

সংশ্নিষ্টরা জানান, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ খাতের সরঞ্জামসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানির জন্য বিদেশি বিক্রেতা বা সরবরাহকারীর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারেন আমদানিকারক। সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট নামে পরিচিত এ ঋণের সর্বোচ্চ মেয়াদ থাকে এক বছর। সব ধরনের সার্ভিস চার্জসহ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ ঋণ নেওয়া যায়।

এক্ষেত্রে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকাতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়। এর অংশ হিসেবে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধের শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন এ শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন