‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড।
গতকাল মঙ্গলবার সকালে ডিসি উদ্যান চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। পরে জেলা প্রশাসক ও অতিথিগণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। বিজয় মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মোবারক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ.এস.এম নুরুল ইসলাম হিরো, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। দুইব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০টি স্টল অংশগ্রহণ করেছে।