ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ট্রবেরি চাষে সাফল তরুণ উদ্যোক্তা

স্ট্রবেরি চাষে সাফল তরুণ উদ্যোক্তা

সিরাজগঞ্জের সদর উপজেলার রহমতগঞ্জে স্ট্রবেরি ফল চাষে সফলতা পেয়েছেন সিরাজগঞ্জ ইসলামিয় সরকারি কলেজের ছাত্র রবিউল ইসলাম ইমরান। তিনি গত বছর এক বিঘা জমিতে স্ট্রবেরি ফল চাষ করে ১ লাখ টাকার আয় করেছেন। সরেজমিনে দেখা যায়, চলতি বছরে এবারও ৪ বিঘা জমি লিজ নিয়ে রাবী-৩ জাতের স্ট্রবেরি ফল চাষ করেছেন। বর্তমান স্ট্রবেরি ফল গাছের বয়স মাত্র ৫ মাস। প্রতিদিন ৫ থেকে ৬ জন শ্রমিক পরিচর্যা কাজে ব্যস্ত থাকেন। ফলন ভালো হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন কৃষক।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছরে শিয়ালকোল, রহমতগঞ্জসহ অন্যান্য এলাকায় মোট ৩ হেক্টর জমিতে স্ট্রবেরি ফল চাষ করা হয়েছে।

যে কোনো অঞ্চলে স্ট্রবেরি ফল চাষ উপযোগী। মাত্র ৪৫ দিনে গাছে ফল আসে। প্রতিটি গাছে প্রায় ৫০০ গ্রাম করে ফল আসে। প্রতিটি গাছের স্থায়িত্বকাল ১ বছর। ১ বিঘা জমিতে চাষ করলে ২ লাখ টাকা খরচ হয় এবং ১ থেকে ১.৫০ লাখ টাকা আয় করা সম্ভব। তিনি বিঘা জমিতে দৈনিক ২০ কেজি ফল বাজারজাত করেন। বাজারে চাহিদা থাকায় বর্তমান বাজার মূল্য ৮শ’ টাকা কেজি।

রবিউল ইসলাম ইমরান আনন্দবাজারেকে বলেন, আমার বাবা ১৯৯৫ সালে নার্সারি যাত্রা শুরু করেন। আমি একজন ছাত্র। আমার ইচ্ছে আছে চাকরি না করে একজন কৃষি উদ্যোক্তা হবো। তাই বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে গত বছরে স্ট্রবেরি চাষ করে লাভবান হয়েছি। তাই এবারও ৩ বিঘা জমিতে চাষ করে এবারও লাভের সম্ভাবনা আছে।

সদর উপজেলার কৃষিবিদ রোস্তম আলী বলেন, অন্যান্য ফসলের চেয়ে স্ট্রবেরি ফল চাষ অত্যন্ত লাভজনক। এক বিঘা জমিতে চাষ করে ১ লাখ টাকা আয় করা সম্ভব। কৃষি অফিস থেকে কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি।

সংবাদটি শেয়ার করুন