ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওটিটিতে আসছেন শাহরুখ!

বলিউড অভিনেতা শাহরুখ খান টুইটারে লিখেছেন, ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে, ‘এসআরকে প্লাস’ দ্রুতই আসছে। যেহেতু শাহরুখ খানের সংক্ষিপ্ত রূপ ‘এসআরকে’ তাই সবাই ধরেই নিয়েছে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড কিং।

কিন্তু এই ‘এসআরকে প্লাস’ ঠিক কী, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শাহরুখ। এর আগেই ওটিটিতে তার অভিষেকের আভাস মিলেছিল। গত সেপ্টেম্বরে একটি বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মের প্রচারের অংশ হয়েছিলেন তিনি।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যমকে রহস্য রেখে জানায়, এটা কোনো ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

শেষ বার শাহরুখকে বড় পর্দায় দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে। বক্স অফিসে সেই ছবি ভালো ব্যবসা করেনি। করোনাকালে ওটিটিতে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে। শাহরুখ খানের এই নতুন প্রচার ঝলক কি তেমনই ইঙ্গিত দিচ্ছে? কিন্তু কি প্রতিযোগিতায় সামিল হতে সহকর্মীদের পথেই হাঁটছেন তিনি? সেই উত্তর মেলেনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন